কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলায় এইচএসসি’র দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫ প্রতিষ্ঠানের মোট ৬৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, রহিমা-মোজাফ্ফর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, তুলশীপুর ডিগ্রি কলেজ, ড. আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজ, আব্দুল হামিদ খান স্কুল এন্ড কলেজ ও হাসিল স্কুল এন্ড কলেজের ৬৩১ জন পরীক্ষার্থী এ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এদের মধ্যে বিজ্ঞান শাখার ৮৬ জন, মানবিক শাখার ৫৬২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ৩৩ জন। এ কেন্দ্রের ট্যাগ অফিসার হিসেবে জামালপুর সদর উপজেলার সহকারী সমাজ সেবা অফিসার মদন গোপাল পাল, কেন্দ্র সচিব হিসেবে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, হল সুপার হিসেবে একই কলেজের ব্যবসায় উদ্যোগ বিষয়ের সহকারী অধ্যাপক অনুপ কুমার দেব, সহ-হল সুপার হিসেবে একই কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক কে.এম. মুশফিকুর রহমান এবং সদস্য হিসেবে একই কলেজের প্রদর্শক আশরাফ ফারুক রোকন দায়িত্ব পালন করছেন। কেন্দ্র সচিব হিসেবে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জনান, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২