কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীর মহাদানে গত কাল বুধবার সকালে জেন্ডার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায়, ‘ইউনিয়ন জেন্ডার ইকোয়ালিটি ফোরাম ফরমেশন মিটিং এমপাওয়ার হার’ বিষয়ক আলোচনা সভা সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটির সভাপতি ও মহাদান ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে মহাদান ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক উন্নয়ন সংঘের মনিটরিং অফিসার আরজু আহম্মেদ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অত:পর সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটির সহ-সভাপতি দেলোয়ারা বেগম, কমিটির সাধারন সম্পাদক ও মহাদান ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ইসমাইল হোসেন লিটন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ও মহাদান ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন সেলিম, মহাদান ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন উন্নয়ন সংঘের সরিষাবাড়ী উপজেলা ফ্যাসিলেটেটর রবিউস সানী রিপন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২