কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে তিন কৃষকের ঘরের আসবাবপত্র, ধান, চাল ও নগদ টাকাসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২৩ জুন সোমবার সকালে সরিষাবাড়ি পৌরসভার বাউসি চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাউসি চন্দনপুর গ্রামের কৃষক খোরশেদ আলমের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে কৃষক মফিজ উদ্দিন ও হাকিম মিয়ার ঘরে লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে তিন কৃষকের বসতঘর, ধান, চাল, নগদ টাকা, স্বর্ণালংকার, ছেলে-মেয়েদের পড়ালেখার বইপত্র, পরিক্ষার এডমিট ও রেজিষ্ট্রেশন কার্ডসহ অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। আগুনে তিনটি ঘর, আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকাসহ অনেক কিছু পুড়ে যায়। তিনি আরও জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।