1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রিতুর মেয়ে স্মৃতি পঞ্চাশ হাজার মায়ের লাশের দাম নতুন শুরু না ঘুনেধরা পুরাতন? সিদ্ধান্ত আপনার আমারই নিতে হবে নরসিংদীর পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে ডাকাতি মামলায় গ্রেফতার স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক অশুভ শক্তি বিএনপির বিরুদ্ধে কাজ করছে আপনারা সচেতন থাকবেন- ফজলুল বারী তালুকদার বেলাল।  ১৭ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি শাহীন তালুকদার,সাধারন সম্পাদক পিন্টু নির্বাচিত পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য মুফতি মাওলানা শামীম আহমেদ সাংবাদিক,ইসলামিক কলামিস্ট। সরিষাবাড়ী পৌর বিএনপি’র সম্মেলন \ সাধারণ সম্পাদক পদে জনমুখে সেলিম রেজার নাম শিক্ষার মানউন্নয়ন সহ ঝরে পড়া রোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহ্য বাহী পিংনা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

জামালপুরে মিথ্যা মামলায় খালাস এক সাংবাদিক পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মমসহ তার পরিবারকে এক মিথ্যা মামলায় খালাস দিয়েছেন জামালপুরের চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জসিম উদ্দিন। মঙ্গলবার  ২৪ জুন ২০২৫ ইং দুপুরের দিকে জনাকীর্ণ আদালতে বাদী বিবাদী পক্ষের আইনজীবীর উপস্থিতিতে উক্ত মামলার সকল আসামীগণকে বেকসুর খালাসের আদেশ প্রদান করেন তিনি।
মামলার নথি সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রাম নিবাসী হায়েত আলী বাদী হয়ে ওই একই গ্রামে বসবাসকারী একমাত্র সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্য কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মমসহ তার বড় ভাই, ৩ বোন ও মাকে আসামী করে গত ১৪/৯/২০১৫ ইং  তারিখে সিআর ৩০৮(১)১৫ মামলা দায়ের করে। পরবর্তীতে উক্ত মামলায় পুলিশ প্রতিবেদন আসার পর মামলাটি বদলী হয়ে বিজ্ঞ চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিজেএম ২২৯/১৬ মোকদ্দমায় পরিনত হয়। মোকদ্দমাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে উক্ত বাদী ও রাষ্ট্রপক্ষ আসামীদের বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় অদ্য ২৪/০৬/২৫ তারিখে রায়ে সকল আসামীদেরকে উক্ত মামলা হতে বেকসুর খালাস প্রদান করেন। 
এ ব্যাপারে কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম”র অনুভূতি জানতে চাইলে তিনি বলেন- হায়েত আলী আমার গ্রামের প্রভাবশালী এক ব্যক্তিকে খুশি করতে আমাকেসহ আমার বড় ভাই, বোন ও মাকে আসামী করে একটি মিখ্যা, বানোয়াট মামলা দায়ের করে আমার ও আমার পরিবারের অপূরনীয় ক্ষতিসাধন করে নানাভাবে হয়রানি করেছে। উক্ত মিথ্যা মামলায় বাদী ও রাষ্ট্রপক্ষ আমার ও আমার ভাই-বোন ও মা’র বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ আদালত আমাদের বেকসুর খালাস প্রদান করেন। সেইসাথে তিনি ন্যায় বিচার পেয়ে বিজ্ঞ চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম’র সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন- ন্যায় বিচার পেয়ে আমরা খুশি। এক প্রশ্নের জবাবে তিনি বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরদিকে জামালপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম তরফদার বলেন- সংখ্যালঘু সাংবাদিক পরিবারের প্রতি বিজ্ঞ চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ন্যায় বিচারই প্রমাণ করে জামালপুর জেলায় এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট