1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

রাজশাহীতে সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার প্রতিনিধিকে দেখতে যান রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব সংবাদদাতা:

রাজশাহীতে শনিবার (১৪ জুন) রাত ১টার দিকে ফায়ার ব্রিগেড এর সামনে মাইক্রোবাসের ধাক্কায় এটিএন বাংলা টিভির রাজশাহী বুড়ো প্রধান মো. সুজাউদ্দিন ছোটন আহত হয়েছে। সিনিয়র সাংবাদিক মো. সুজাউদ্দিন ছোটন জানান

, তথ্য সংগ্রহের কাজ শেষ করে সিএনবি মোড় থেকে বাড়ি ফেরার পথে ফায়ার ব্রিগেডের মোড়ে আসামাত্রই মেডিকেল ঘোষপাড়া মোড়ের দিক থেকে একটি দ্রুত গতিতে আশা মাইক্রোবাস আমাকে মোটরসাইকেল চালানো অবস্থায় ধাক্কা দিলে আমি এ ঘটনার শিকার হই। তিনি আরও বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া মাত্র রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পরে এটিএন বাংলা টিভির সিনিয়র সাংবাদিক মো. সুজাউদ্দিন ছোটনকে দেখতে যান রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ আলতাফ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ-আইন বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ জন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক লুৎফর রহমান, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের প্রচার সম্পাদক তোফাইরুল ইসলাম রাহাত সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ রাজশাহী বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাক আহমেদ এর সঙ্গে সাক্ষাৎ
করলে তিনি বলেন, এসআই মো. রেজাউল ইসলাম কে সিসি ক্যামেরা দেখে আসামি সনাক্ত করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট