1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

সরিষাবাড়ীতে পার্টনার কংগ্রেস এর আলোচনা সভা  অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

সোহেল রানা সরিষাবাড়ী প্রতিনিধি :

জামালপুরে সরিষাবাড়ীতে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় ‘পার্টনার কংগ্রেস এর আলোচনা সভা  হয়েছে।


আজ মঙ্গলবার  সকাল ১১টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ পার্টনার কংগ্রেসের আলোচনা সভা   অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়   সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা   কৃষিবিদ অনুপ সিংহ  এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জামালপুরের উপপরিচালক জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিল। উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি (আমীর)  ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর সহ উপজেলা কৃষি কর্মকর্তা -কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন হতে আগত  কৃষক বৃন্দ  উপস্থিত ছিলেন  ।
এসময় বক্তারা  কংগ্রেসে পার্টনার কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিস্থাপকতার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান, এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির উপর গুরুত্বারোপ ও পার্টনার কর্মসূচি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে,সরকার কৃষকদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। পার্টনারের মতো কর্মসূচিগুলো গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট