1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

শাহজাদপুরে যমুনার ভাঙ্গণে গৃহহীনদের পূনর্বাসনের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে যমুনা নদীর ভাঙ্গণে নিঃস্ব ২ শতাধিক গৃহহীন পরিবারকে পূনর্বাসনের দাবীতে হাট পাচিল বন্যানিয়ন্ত্রণ বাঁধের উপর অসহায় নারী পুরুষেরা মানববন্ধন করেছে। শনিবার (১৪ জুন) সকালে মানববন্ধন করেছে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ইয়াসিন আলী চতুর, লেদু শেখ, মানিক বেপারি, মাজেদা খাতুন, জীবন বেওয়া, আজিদা বেগম প্রমুখ। বক্তারা বলেন, রাক্ষুসী যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণের তান্ডবে হাট পাচিল গ্রামের প্রায় ২ শতাধিক পরিবারের ভিটামাটি ও বাড়িঘর নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ফলে তারা সব হারিয়ে নিঃস্ব হয়ে বাঁধের ঢালে অথবা অন্যের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

কেড়ে নিয়েছে। দুইশত পরিবারের ভিটেমাটি। এরপর থেকেই বাস্তুহারা আশ্রয়হীন মানুষেরা মানবেতর জীবন যাপন করে আসছে। সরকারী বাঁধের কিনারে, অন্যের জমি ভাড়া নিয়ে বা কোন পতিত জায়গায় বা আজ এর বাড়ি তো কাল ওর বাড়িতে ছেলেমেয়ে কোনরকম পলিথিন ও টিনের ছাউনি দিয়ে আশ্রয় নিয়েছে এসব পরিবার। এখন তাদের মাথা গোঁজার ঠাঁই নাই। চট-পলিথিন টানিয়ে অথবা ছাপড়া তুলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কোনো রকমে বাস করছেন। ফলে তারা বাধ্য হয়ে তাদেও পূনর্বাসনের দাবীতে তারা আন্দোলনে মাঠে নেমেছেন। তারা সরকারের কাছে আমাদের দাবী আসন্ন বর্ষা মৌসুমের আগে আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, যমুনা ভাঙ্গণে বাড়িঘর হারা বাস্তুহীন মানুষদের আশ্রয়ের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট