1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

ডোমারে পুকুরে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরে ডুবে মো. আরিয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সোয়া ৫টার দিকে ঘটনা ঘটে।

নিহত শিশুটি ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের চুলকানিপাড়া গ্রামের মাহফুজুল ইসলামের একমাত্র সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলবেলা বাড়ির পাশে একাকী খেলছিল ছোট্ট আরিয়ান। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঙ্গা মটকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাকিম (ভুট্টু) বলেন,খবর পেয়েই আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। শিশুটির করুণ মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। শিশু আরিয়ান ছিল পরিবারের একমাত্র সন্তান। হাসপাতাল থেকে লাশটি বাড়িতে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট