1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

ডোমারে বিয়ের মাত্র ৩৩ দিন পাড় না হতেই স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ

বিয়ের মাত্র ৩৩ দিন পাড় না হতেই স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায়। এবং সোমবার (৯ জুন) নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।পুলিশ অভিযুক্ত স্বামী নুর নবী ইসলামকে (২৫) আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ বৃষ্টি (২১) নীলফামারী সদর উপজেলার চওড়া আঞ্জুমান পাড়া এলাকার আলাউদ্দীনের মেয়ে। গত ৬ মে পারিবারিক ভাবে তার বিয়ে হয় ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়ার ইউসুফ আলীর ছেলে নুর নবী ইসলামের সঙ্গে।

বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা বৃষ্টিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। জানা গেছে বৃষ্টি উচ্চতায় কিছুটা খাটো হওয়ায় এ নিয়ে প্রায়ই তাকে অপমান করা হতো। তবে আটক নুর নবীর স্বজনদের দাবী আত্মহত্যা করেছে ওই গৃহবধূ।
নিহত বৃষ্টির বড় ভাই মাজিদুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই আমার বোনের সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল। এসব ঘটনা সে আমাদের জানিয়েছিল। আজ আমাদের বাড়িতে আসার কথা ছিল তাদের। কিন্তু হঠাৎ বোনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে যাই। গিয়ে দেখি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আঙ্গুর মিয়া বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার রাত ৮টার দিকে নিহতের স্বামীকে আটক করা হয়। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট