1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

ধ্বংসের রচনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

চালের বস্তা, গরিবের আশ্রয়,
চোখের জলে বুক ভাসে তামাশায়!
চালের বস্তায় ভাগ বসায় যে দালাল,
তার মুখোশ খুলবে আজ, এই হোক অঙ্গিকার।

লজ্জা পাও-না কিছু;
আয়নার সামনে দাঁড়াও কিভাবে তুমি?
যার ভাগ ছিল চালের বস্তায়
তারই আজ দিন কাটে ঘুমহীন বিনিদ্রায়।

তুমি খাও পাঁচতারা হোটেলে,
তাকিয়ে থাকো স্বর্ণের চামচে।
আর রাস্তায় মা-বোন কাঁদে
শিশুরা পায় না পেট ভরে খেতে।

ক্ষুধার্ত মা, শিশুর কান্না —
ওদের চাল কেড়ে নেওয়া মানে খুনের মামলা;
পদে বসে, ছলে-বলে চাল চুরি করে
জনতার ঘৃণা থেকে তুমি বাঁচবে কি করে?

আমরা দেখেছি রাতের আঁধারে,
যেভাবে চাল যায় কিছু লোভীর ঘরে,
যাদের উচিত ছিল পাহারায় থাকা,
তারাই আজ ভাগ বসায় গরীবের  চালের বস্তায়;

এটা কবিতা নয়, এ হলো ঘোষণা,
চাল আত্মসাতকারীদের হবে ধ্বংসের রচনা।
অন্যায়ের জবাব হবে আগুনে লেখা,
গরিবের কষ্ট তুমি ভুলে থেকো না।

০৩/০৬/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট