1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

স্বার্থ ত্যাগকারীদের অবমূল্যায়ন আর কতকাল?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দেশপ্রেম মানে শুধু মুখে বুলি আওড়ানো নয়—এটি একটি নিরব, নিরলস আত্মত্যাগ। আমাদের চারপাশেই এমন মানুষ রয়েছেন, যারা নিজের পরিবার, সুখ-স্বাচ্ছন্দ্য, এমনকি জীবনও উৎসর্গ করেছেন দেশের স্বার্থে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আজকের সমাজে এদের অনেকেই উপেক্ষিত, অবহেলিত আর অপমানিত।

একজন শিক্ষক, যিনি বিদেশে মোটা বেতনের চাকরির সুযোগ ফিরিয়ে দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছেলেমেয়েদের শিক্ষার আলো ছড়াচ্ছেন, তিনি হয়তো আমাদের জাতীয় মিডিয়ার কোনো খবরে আসেন না। একজন সৎ কর্মকর্তা, যিনি ঘুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ার বিপন্ন করেন, তাকেও হয়তো অপদস্থ হতে হয় প্রভাবশালীদের চক্রান্তে। আবার কোনো চিকিৎসক, যিনি শহরের সুবিধা ফেলে গ্রামে গিয়ে নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান, তিনিও পড়েন অবহেলার চোরাবালিতে।

দেশ তখনই এগোয়, যখন ত্যাগী মানুষের মূল্যায়ন হয়, যখন আদর্শ মানুষদের আদর্শ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু আজ আমরা দেখছি, নিজের স্বার্থে রাষ্ট্রীয় সম্পদ লুট করা, মিথ্যা প্রচারণা ছড়ানো, দলীয় আনুগত্যের নামে দুর্নীতি করা ব্যক্তিরাই হয়ে উঠছে সমাজের “আদর্শ”। এতে তরুণ প্রজন্ম কী শিখবে? তারা কি আর দেশসেবা করতে উৎসাহ পাবে?

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই অবমূল্যায়নের ধারাবাহিকতায় দেশের প্রকৃত চালিকাশক্তি—সৎ, সাহসী, দেশপ্রেমিক নাগরিক—বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তারা হয়তো হতাশায় নিজেকে গুটিয়ে নিচ্ছেন, কেউ কেউ দেশ ছেড়েও চলে যাচ্ছেন। এতে দেশ পিছিয়ে পড়ছে, ধীরে ধীরে গভীর এক খাদের দিকে অগ্রসর হচ্ছে।

এই প্রবণতা বন্ধ করতে হবে এখনই। আমাদের শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম এবং রাজনীতি—সব জায়গায় এমন মানুষদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সমাজকে বোঝাতে হবে, নিজের স্বার্থ ভুলে দেশের কাজ করাই প্রকৃত দেশপ্রেম। আর যারা সেই কাজটি করছেন, তাদের অবমূল্যায়ন মানেই জাতির আত্মঘাতী সিদ্ধান্ত।

আমরা যদি সত্যিকার অর্থে একটি উন্নত ও নৈতিক রাষ্ট্র গড়তে চাই, তবে ত্যাগী মানুষদের সম্মান জানাতে শিখতে হবে। কারণ, তাঁরাই আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা।

আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট