কামরুল হাসান:
আজ ৩০মে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী। এ দিবসটি যথাযথভাবে পালনের জন্য জামালপুরের সরিষাবাড়ীতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা বিএনপি বিকেল ৩টায় আরামনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আজিম উদ্দিন আহম্মেদ।