1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

মৌলভীবাজারের লাউয়াছড়ায় গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের ড্রাইভার-সহ যাত্রীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল অতিক্রম করার সময় রেললাইনের উপর হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ ইং, সকাল ৮টার সময় এই ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ও ট্রেনে থাকা ট্রেনের ড্রাইভার সহ যাত্রীরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, গভীর রাত বা ভোরের দিকে ঝড়ো হাওয়ায় গাছটি রেললাইনের ওপর হেলে পড়ে। সকাল ৮টার সময় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগামী ট্রেনটি গাছের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চালকের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দক্ষতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে গাছ অপসারণ করে এবং সকাল ৯টার সময় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসন দাস পলাশ বলেন, লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছের সঙ্গে আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেসের ধাক্কা লাগে। এতে ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, লাউয়াছড়া বনের মধ্যে দুই পাশে ঘন গাছপালা থাকায় এই রকম গাছ পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ সম্ভাব্য দুর্ঘটনা রোধে আগাম সতর্কতা এবং নিয়মিত পর্যবেক্ষণের উপর জোর দিচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট