1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

রেল লাইন থেকে মারুফের খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ট্রেনে কাটা পড়ে মারুফ মিয়া (২৪) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে জামালপুর পৌর শহরের মাছিমপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। মারুফ মিয়া ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমের কারনে মারুফ হাসান বাড়ী থেকে বের হয়ে যান। মধ্য রাতে মারুফ মিয়াকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে তার পরিবার। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা রেল লাইনের উপর ট্রেনে কাটা খন্ডিত মরদেহ দেখতে পায়। পরে মারা যাওয়া মারুফ হাসানের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মারুফের বাবা মিন্টু মিয়া জানান, মারুফ মাঝে মধ্যে রেল লাইনের উপর শুয়ে থাকতো। প্রায় ৮ বছর থেকে সে মানসিক ভারসাম্যহীন। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ্য করতে পারি নাই। আজ সকালে লাশ পাইলাম।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় মানবিক দিক বিবেচনা করে মারা যাওয়া মারুফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট