1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

মণিরামপুরে ভূমি মেলার শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নূরুল হক, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ -এ শ্লোগানকে সামনে রেখে
আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালী ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে মণিরামপুরে ভুমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা

অডিটোরিয়ামে ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্হাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য এক র‍্যালীসহ শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ হলরুমে থেকে শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
র‍্যালী শেষে ভূমি অফিসে প্রাঙ্গণে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে সেবা গ্রহীতাদের জন্য জন্য সেবা ও পরামর্শ হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি ফিতা কেটে হেল্প ডেস্কের উদ্বোধন করেন। হেল্প ডেস্ক হতে মেলা চলাকালীন সময়ে সেবা গ্রহীতা ও জমির মালিকগণ ভূমি উন্নয়ন কর,নামজারী ও অন্যান্য ভূমি সেবা বিষয়ে জমির মালিকগণ সেবা সমুহ গ্রহন করতে পারবেন। আগামী ২৭শে মে পর্যন্ত মেলা চলবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন।
এ সময়ে মণিরামপুর প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান রয়েলসহ উপজেলা ভূমি অফিসের আওতাভুক্ত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন ইউনিয়ন হতে আগত ভূমির মালিক,স্কুলের শিক্ষার্থীসহ প্রমুখ।

নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইল-০১৭২১৩৯০২০৮
তারিখ-২৫/০৫/২০২৫ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট