1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

ইতিহাসের কান্না

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

প্রদীপ চন্দ্র মম

জেগে উঠো! চূর্ণ করো শৃঙ্খল,
আকাশে আগুন ধরুক, মহাশূন্যে যুদ্ধের শপথ!
আমরা তারা, যারা বেঁচে থাকি—
নিষ্পেষিত, অবহেলিত, অচেনা  মলিন ইতিহাসে।
আমরা কুর্দি, আমরা রোহিঙ্গা, উঁইঘুর মুসলিম,
আমরা ফিলিস্তিনি, তিব্বতি— ইতিহাসের কান্না।
আমরা আমাজনের গহীনে হারিয়ে যাওয়া জাতি,
আমরা বাংলাদেশ, চীন, ভারত, আফ্রিকা, ইউরোপ,  রাশিয়া, আমেরিকার গুম হয়ে যাওয়া প্রাণ!
তবু আমরা হারি না—
আমরা কবিতায়, আমরা চোখের জলে, আমরা যন্ত্রণার গানে।
আমরা উঠে দাঁড়াই বারবার,
পায়ের নিচে পিষ্ট শিকড় হয়ে আঁকড়ে ধরি প্রাণ।

যদি না শোনে সভ্যতা, তবে জেগে উঠুক বন,
পাহাড় গর্জে উঠুক, নদী গেয়ে উঠুক বিদ্রোহের গান।
তুমি একা নও-
তোমার প্রতিবাদ আমাদের হৃদয়ে বাজে।
বিশ্বের প্রতিটি কোণে গর্জে ওঠো-
আমরা বেঁচে থাকবো, মাথা উঁচু করেই।
২৫/০৫/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট