1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ীতে ১১০ ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৪ মে) ভোর রাতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধ্যা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুভাস মিয়া ওই গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে বলে জানা গেছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা যায়, শনিবার ভোর রাত ৩ টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধ্যা এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়াকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকালে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত সুভাস মিয়া ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এছাড়া গ্রেফতারকালে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট