1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই ১ম পূনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর এনায়েতপুর ও বেলকুচি থানা পরিদর্শন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও শারিরীক সুস্থতার জন্য দোয়াও মোনাজাত, অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে অবৈধ ভাবে ভারত থেকে আসা অর্ধ কোটি টাকার প্রসাধনী উদ্ধার। অব্যক্ত আলোর মানচিত্র তৃণমূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতিতে সফল হওয়া সহজ নয় একই দিনে শ্রীমঙ্গলে দুই স্থানে অজগর উদ্ধার, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত তৎপরতা মাওলানা হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জালিয়াতি করে ওয়াকফ এস্টেটের জমি জবর দখল

শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবেশবান্ধব গ্রাম গঠনে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে “শিশুশ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবেশবান্ধব গ্রাম গঠন” শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার  (২১ মে) মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের কনফারেন্স রুমে এ কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা-রামপাল উপজেলার ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মোঃ সেলিম রেজা (RACo & CRBC)। এছাড়া ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার ও স্টিফেন স্বপন হালদারও কর্মশালায় অংশগ্রহণ করেন।
এছাড়াও কর্মশালায় অংশ নেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃমাইনুল ইসলাম, বিডিসি সভাপতি জাকির হোসেন বাচ্চু, , শিশু প্রতিনিধি মোঃ নাইম ইসলাম, যুব প্রতিনিধি মোঃ সিয়াম শেখ, শিশু ফোরামের সভাপতি ছোয়া আলম, বিডিসি সদস্য জান্নাতুননেছা পপি এবং  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার অভিভাবক ও সমাজসেবীরা।
কর্মশালায় বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহ দেশের গ্রামীণ সমাজে এখনও একটি বড় সামাজিক সমস্যা। এসব প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম। একই সঙ্গে পরিবেশবান্ধব গ্রাম গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব বলে মত দেন তারা।
শিশু ফোরামের সভাপতি ছোয়া আলম কর্মশালায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিশুদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা বলেন। যুব প্রতিনিধি সিয়াম শেখ স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহার করে নারীদের জন্য পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন তৈরির উদ্যোগের কথা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, সচেতনতা তৈরির পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিশুশ্রম, বাল্যবিবাহ রোধ এবং পরিবেশবান্ধব উদ্যোগে তারা কাজ করে যাচ্ছেন দীর্ঘ বছর ধরে । শিশুদের শিক্ষা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
কর্মশালার অংশগ্রহণকারীরা জানান, শিশুদের জন্য একটি নিরাপদ, সহিংসতামুক্ত ও পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট