1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

জামালপুরে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের থানায় জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত মোঃ রোকন মন্ডল ও তার সহযোগী মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে জামালপুরে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি এবং হামলার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন। বৃহস্পতিবার (১৫ মে) রাতে জামালপুর সদর থানায় তিনি এই জিডি করেন।

ইকবাল হোসেন জিডিতে উল্লেখ করেন অভিযুক্ত মোঃ রোকন মন্ডল জামালপুর শহরের পাখালিয়ার এলাকার ইউসুফ আলীর ছেলে ও গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন পেশাজীবী অধিকার পরিষদের জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক। 
জানা গেছে, অভিযুক্ত রোকন মন্ডল ২০২১ সালে সংগঠনে যুক্ত হলেও পরবর্তীতে তিনি জামালপুর পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মেয়র সানোয়ার হোসেন ছানুর নির্দেশে গুপ্তচর হিসেবে দলে প্রবেশ করেন এবং সংগঠনের অভ্যন্তরীণ তথ্য বাইরে ফাঁস করে দেন।
এ কারণে ২০২২ সালে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারের পরও রোকন মন্ডল ও তার সহযোগীরা নেতাকর্মীদের ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়।
জিডিতে আরো উল্লেখ করা হয়, ২০২৩ সালে একটি আলোচনা সভায় রোকন মন্ডল ও মাহফুজুর রহমানের নেতৃত্বে ১২০ থেকে ১৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হামলার চেষ্টা করে। এছাড়াও জেলা নির্বাচন অফিসে সংগঠনের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অভিযোগ রয়েছে, যা দলীয় কার্যক্রম ও নিবন্ধন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে।
মোঃ রোকন মন্ডল বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। আর আওয়ামী লীগের সাথে আমার সম্পর্ক রয়েছে এটা প্রমান করতে পারলে আমায় যে শাস্তি দিবে আমি সেটাই মেনে নিব। 
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট