জামালপুর প্রতিনিধি
মেলান্দহে আগুনে পুড়ে মারা গেলো বৃদ্ধা অজুফা। বৃহস্পতিবার ভোরে উপজেলার মেলান্দহ বাজারের সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।
এদিকে বুধবার রাত সাড়ে ১০টায় শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি গরু মারা যায়। মেলান্দহ ফায়ার স্টেশন কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
আগুনে সুইপার কলোনিতে মারা যাওয়া বৃদ্ধার নাম অজুফা (৮০)। তিনি ওই এলাকার হেবা মণ্ডলের স্ত্রী।
সুইপার কলোনির জয় হরিদাস জানান, ভোর চারটায় বাথরুমে যাওয়ার সময় দেখেন ওই বৃদ্ধার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে কলোনির সবাইকে আগুন লাগার কথা জানান তিনি। ফায়ার সার্ভিসে দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভালে বৃদ্ধার পুড়ে যাওয়া লাশ পাওয়া যায়।
মেলান্দহ ফায়ার স্টেশন সূত্র জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বৃদ্ধার লাশ উদ্ধার করে। তাদের ধারণা, কুপিবাতি অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ার ইউপি সদস্য শাহজাহান জানান, তার এলাকায় গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু মারা গেছে। আরো দুটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
মেলান্দহ থানার ওসি সফিকুল ইসলাম জানান, পৃথক দুটি স্থানে আগুন লেগে একজন বৃদ্ধা ও তিনটি গরু মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।