কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া মৌজার ১৪ শতক জমি প্রতারণা করে আলহাজ উদ্দিন মাস্টার সাব কবলা দেন। এ সাব কবলা দলিল সম্প্রদান করে দেয়ায় প্রতিপক্ষ দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা করেন।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের মৃত ছইয়ম আলী মন্ডলের চার ছেলে পৈত্রিক সূত্রে ২১৩২ দাগে ৬১ শতক জমির মালিক হয়। সে মতে তৃতীয় পুত্র আলহাজ উদ্দিন তার অপর তিন ভাইকে না জানিয়ে এবং বোন এর কাছে বন্ধক দেওয়া ১৪ শতক জমি বন্ধক না ছাড়িয়ে প্রতারণা করে একই গ্রামের রিপন মিয়া ও জীবন মিয়ার কাছে সাব-কবলা মূলে বিক্রি করে দেন। অথচ পারিবারিক ভাগ বাটোয়ারায় পূর্ব-পশ্চিমে লম্বা লম্বি দখল থাকা সত্বেও তার ইচ্ছে মতো রাস্তা সংলগ্ন উত্তর-পশ্চিমাংশে দখল উল্লেখ পূর্বক সবার অজান্তে ১৪ শতক জমি বিক্রি করে দেন। অথচ স্থানীয় বাজার মূল্যের চেয়ে তিনগুণ বেশি মূল্য দলিলে উল্লেখ করে জমি বিক্রি করে দেন। ২০২৫ সালের ২১ জানুয়ারি বিলবালিয়া মৌজার ১৪ শতক জমি ২৫৮ নং দলিল মূলে সাব কবলা করে দেয়া হয়। বিবাদী রিপন মিয়া ও জীবন মিয়া ধান আবাদ না করলেও জমিতে থাকা পাকা ধান তারাই রোপণ করেছেন বলে দাবি করেন। একটি ওয়েব পোর্টালে ধান কেটে নেওয়া হচ্ছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। বাদীপক্ষ ফরিদুল ইসলাম বলেন, এই ১৪ শতক জমির দুই পাশে আমাদের তিন ভাইয়ের জমির অবস্থান রয়েছে। সে অবস্থান থাকা সত্তে¡ও বিবাদী আলহাজ উদ্দিন তাদেরকে না জানিয়ে প্রতারণা করে তিন গুণ বেশি মূল্যে জমিটুকু অপর বিবাদী রিপন মিয়া ও জীবন মিয়ার নিকট সাব কবলা মূলে বিক্রি করে দেন। তিনি আরো বলেন, তাদের বাবার জমি তাদেরকে কিছু না জানিয়ে বা কোন প্রকার জিজ্ঞাসাবাদ না করে বিক্রি করায় তারা সাব কবলা দলিলটি বাতিল চেয়ে মংশ্লিষ্ট আদালতে মামলা করেন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২