প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ১:১৮ পি.এম
মোরেলগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু সরকার নির্ধারিত মুল্যে ক্রয় করা হবে
মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ,বাগেরহাট
(প্রতিনিধি)ঃ
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ এরশাদ আলী জানান, চলতি মৌসুমে উপজেলায় মোট ৬৭০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি মন ১,৪৪০ টাকায় সরাসরি সংগ্রহ করা হবে। কার্ডধারী কৃষকরা সর্বোচ্চ ৩ মেট্রিকটন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন।
কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে কৃষকরাও পাবেন তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য, যা তাঁদের মুখে হাসি ফোটাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত