নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ৫নং পিংনা ইউনিয়ন কেন্দ্রীয় সমবায় সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মে সকাল ১১ ঘটিকায় রসপাল গোপাল গঞ্জ সমবায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা সমবায় অফিসের সমবায় কর্মকর্তা মাজেদুর রহমান রুবেল এর সভাপতিত্বে আলোচনা সভায় পবিত্র কোর আন তেলাওয়াত করেন, রসপাল গোপাল গঞ্জ সমবায় সমিতির সাধারণত সম্পাদক রাশেদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউনিয়ন সমবায় সমিতির সাধারণত সম্পাদক শাহি নুর রহমান তালুকদার, বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন সমবায় সমিতির সাধারণত সম্পাদক আতিকুর রহমান উজ্জ্বল। বক্তব্য রাখেন পলিশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণত সম্পাদক মোয়াজ্জেম হোসেন মিল্টন, বক্তব্য রাখেন পিংনা জন উন্নয়ন সমবায় সমিতির সভাপতি কামাল হোসেন মুসা, সাধারণত সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলাম, অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রসপাল গোপাল গঞ্জ সমবায় সমিতির সভাপতি রসপাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক। আলোচনা সভায় বক্তব্য পর্যালোচনা করে পিংনা ইউনিয়ন কেন্দ্রীয় সমবায় সমিতির ৬০ শতাংশ বেদখল জমি কিভাবে উদ্ধার করা যায় সে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা সমবায় কর্মকর্তা মাজেদুর রহমান রুবেল। তিনি বলেন পিংনা ইউনিয়ন কেন্দ্রীয় সমবায় সমিতির ৬০ শতাংশ জমি কিভাবে উদ্ধার করা যায় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে পিংনা ইউনিয়ন কেন্দ্রীয় সমবায় সমিতির আহবায়ক কমিটিকে সহযোগিতা করার জন্য সাত সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করেন। আলোচনা সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রত্যক সপ্তাহে সাব কমিটি আলোচনা করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা শেষ করেন,জেলা সমবায় কর্মকর্তা মাজেদুর রহমান রুবেল।