কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীর ভাটারাতে সোমবার সন্ধ্যায় আ’লীগ পন্থী ইউপি সদস্যের অতর্কিত হামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক সুযোগ-সুবিধা ও এলাকায় আদিপত্য বিস্তারই এ হামলার মূল কারন। তবে রাজনৈতিক দিক থেকে আ’লীগ ও বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে আগে থেকেই এ নিয়ে দ্ব›দ্ব চলে আসছিল। এক নেতা অন্য নেতাকে কোনঠাসা করতেই বিপরীত রাজনৈতিক দলীয় ইউপি সদস্য সুলতান মেম্বার সুযোগ খোঁজে। ঘটনার দিন ও সময় ওই মেম্বারের লোকজন ভাটারা ইউনিয়নের বকুলতলা নামক স্থানে জেলা তাঁতী দলের সাবেক আহবায়ক, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি’র সদ¯্র ও ভাটারা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শেখ হোসেন জামান জুয়েল গ্রæপের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ও সাধা: সম্পাদক কবির আকন্দ, ৩নং ওয়ার্ড যুবদলের সদস্য আলমগীর হোসেন ও সোহেল রানা গুরুতর আহত হয়। হমলাকারীরা ২টি মোটর সাইকেল, ৪টি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রæত কেটে পড়ে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২