নিজস্ব প্রতিবেদক
“রাজনীতি করলে এলাকা ছেড়ে পালাতে হবে”—এমন ভয় আর শঙ্কা থেকে যদি রাজনীতি শুরু হয়, তাহলে শেষটা যে দুঃস্বপ্ন হবে তা বলার অপেক্ষা রাখে না।
আজকের বাংলাদেশে একদল মানুষ রাজনীতিকে দেখেন একটি হিংস্র খেলা হিসেবে—যেখানে জয় মানেই সবকিছু, পরাজয় মানেই জীবন, সম্পদ ও সম্মানের বিনাশ। এই বিকৃত মানসিকতা যতদিন থাকবে, ততদিন রাজনীতি হবে লুটপাটের হাতিয়ার, আর দেশের সম্পদ হবে বিদেশে পাচারের শিকার।
রাজনীতি একটি মহান দায়িত্ব। এটি মানুষের ভাগ্য গঠনের চাবিকাঠি। অথচ এই দায়িত্বকে যদি কেউ কেবল অর্থ কামানোর মাধ্যম হিসেবে নেয়, কিংবা এমনভাবে চিন্তা করে যে ‘শেষে পালিয়ে যেতে হবে’—তবে সে রাজনীতি নিজের জন্যও, দেশের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
আজ আমাদের দেশে এমন অসংখ্য উদাহরণ রয়েছে, যেখানে ক্ষমতায় থাকাকালীন নেতারা উন্নয়নের বদলে দুর্নীতিকে প্রাধান্য দিয়েছেন। জনতার পাশে দাঁড়ানোর বদলে নিরাপত্তা বাহিনীর ছায়ায় থেকেছেন। ফলে যখন সময় এসেছে জবাবদিহির, তখন পালিয়ে যাওয়াটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
এই মানসিকতা পরিবর্তন না হলে দেশের সম্পদ দেশেই থাকবে না, উন্নয়ন হবে কাগজে-কলমে আর বাস্তব রয়ে যাবে অবহেলিত।
সত্যিকার রাজনীতিবিদদের মানসিকতা হওয়া উচিত:
“আমি উন্নয়ন করতে এসেছি, আমি মানুষের পাশে থাকতে এসেছি, আমি পালিয়ে যাওয়ার জন্য রাজনীতিতে আসিনি।”
রাজনীতি যদি জনগণের জন্য হয়, তবে সেই রাজনীতিবিদকে জনগণের মাঝেই থাকতে হবে—ভবিষ্যতের স্বপ্নের অংশীদার হয়ে, ভীতুর মতো পলায়নপর হয়ে নয়।
আল আমিন মিলু
আহ্বায়ক
গণঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা, জামালপুর