টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
''শিক্ষা সকল শিশুর অধিকার '' এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশুদের জন্যে শিক্ষার আলো ছড়াচ্ছে গ্লোবাল কিডস স্কুল । ২০২২ সালের ডিসেম্বর থেকে অল্প পরিসরে বিভিন্নস্থানে খোলা আকাশের নিচে পরিচালিত হয়ে আসছে স্কুলটি।
শুক্রবার সকালে টঙ্গীর রেলওয়ে স্টেশনের পাশ্বে খোলা আকাশের নীচে অস্থায়ীভাবে চালু করা হয় স্কুলটি কার্যক্রম।
প্রতি সপ্তাহে শুক্রবার সকালে লেখাপড়ার পাশাপাশি শিশুদের খাবারও দেয়া হয়। বাংলা, ইংরেজি, অংক, আরবি শিক্ষার পাশাপাশি দেয়া হয় মানবিক মূল্যবোধ শিক্ষা।
সুবিধা বঞ্চিত পথ শিশুর জন্য ভ্রাম্যমাণ স্কুল গ্লোবাল কিডস স্কুলটির উদ্যোক্তা দুই বন্ধু মাহবুবুর রহমান জিলানী ও মুহাম্মদ শামীম রেজা। তারা দুজনই টঙ্গী সরকারি কলেজের প্রাক্তণ শিক্ষার্থী।
স্কুলটির পরিচালক মুহাম্মদ শামীম রেজা বলেন, অসহায় বাচ্চাদের পড়াশোনা ও তাদের সাথে কাটানো অল্প কিছু সময় অনেক আনন্দের।
তিনি আরো বলেন, এখানে আসা শিশুদের দক্ষতা বৃদ্ধিতে বাংলা অক্ষর চেনানো, নিজেদের জানা, বাংলা ও ইংরেজি পড়া, ইংরেজি বর্ণমালা চেনানো, স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, মানসিকভাবে চাঙ্গা রাখা এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করাসহ নানা কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি।
গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানী বলেন, ২০২২ সালে রেলওয়ে স্টেশন এলাকায় হেঁটে হেঁটে পথশিশুদের নিয়ে চিন্তা করি এবং তাদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে
অসহায় ও ছিন্নমূল শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করি এবং প্রতি শুক্রবার এই পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাবো। ইনশাআল্লাহ।