নাজমুল হোসেন (সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের ‘কাজিপুর প্রেসক্লাব’ এর কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রতিনিধি জহুরুল ইসলাম সভাপতি ও দৈনিক যুগের কথা ও ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (১০ মে) দুপুরে মেঘাই সমবায় সুপার মার্কেটে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের কণ্ঠভোটে তাদেরকে মনোনীত করা হয়। এর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি টিএম কামাল ও সঞ্চালনা করেন সাবেক কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম।
এসময় পূর্বের ন্যায় নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সহসভাপতি দৈনিক খোলা কাগজের আব্দুস সোবহান চাঁন, সাংগঠনিক সম্পাদক আজকের পত্রিকার আশরাফুল আলম, দপ্তর সম্পাদক ভোরের দর্পণের আবু তৈয়ব সুজয়, কোষাধ্যক্ষ দৈনিক বাস্তবায়ন পত্রিকার আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক দৈনিক গণধ্বনির রোকনুজ্জামান রাসেলের নাম ঘোষণা করা হয়। কমিটিতে কার্যকরি সদস্য হিসেবে রয়েছেন সাবেক সভাপতি দৈনিক যমুনা প্রবাহের টিএম কামাল ও সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলো পত্রিকার গোলাম কিবরিয়া খাঁন।
সর্বসম্মতিক্রমে আগামি দুই বছরের জন্য পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয় ।