1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

দুর্নাম : সুনামের কাজেই বেশি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

কামরুল হাসান:
দুর্নাম একটি নেতিবাচক শব্দ। এটি সুনামের বিপরীতার্থক শব্দ। বদনাম, কুনাম ও সুনাম নয় এমন এর সমার্থক শব্দ। মানুষ সাধারনত দুর্নাম বা বদনাম কামাতে চায় না। সবাই সুনাম কামাতেই স্ব-স্ব ব্যস্ত। তবুও মানুষ অনেক সময় দুর্নামের ভাগীদার হয়। কেউ জেনে-বুঝে আবার কেউ বা না জেনে-বুঝেই। যারা জেনে-বুঝেই দুর্নামের ভাগীদার হয়, তারা সহজেই তা মেনে নেয়। আর যারা না জেনে-বুঝে দুর্নামের ভাগীদার হয়, তারা সহজে তা মেনে নিতে চায় না। তবুও পরিস্থিতির কারনে তাদের মেনে নিতে হয়। ক্ষেত্র বিশেষ মানতে বাধ্য হতে হয়। অর্থাৎ মেনেই নেয়। ‘উপায় নেই গোলাম হোসেন’-বিষয়টা যেন ্এক রকম এমন। যে সব মানুষ কাজের নয় মানে কাজ করেনা বা করতে চায় না। এমন কি কাজ বুঝেনা বা পারেনা। একদিকে তাদের যেমন সুনামের কিছু নেই, অপরদিকে বদনমেরও তেমন কিছু নেই। পক্ষান্তরে, যে সব মানুষ কাজের মানে কাজ করে বা করতে চায়। এমন কি কাজ বুঝে বা পারে। তাদের ভাগ্যে সুনামতো দূরের কথা, সামান্য বাহাবাও জুটেনা। বিশেষ করে বদনাম বা দুর্নামই বেশি জুটে। যদিও বা অনিচ্ছাকৃত সামান্য ত্রæটি হয় বা ধরা পড়ে। তাহলে আর রক্ষে নেই। ‘যত দোষ নন্দ ঘোষ’- ঠিক যেন এমন। যার মাথা নেই, তার মাথা ব্যথাও নেই। আর যার মাথা আছে, তার মাথা ব্যথাও আছে আবার মাথা ধরাসহ অন্যান্য উপসর্গেরও কোন কমতি নেই। বড় আফসোস, কেউ কেউ আবার বুঝতে বা মানতেই নারাজ যে, কাজ করতে গেলে ভুল-ত্রæটি হওয়াটা অস্বাভাবিকের কিছু নেই। তাদের মতে- কেন হলো? হবে কেন? কেমন করে হলো? এ রকম নানা প্রশ্ন। যেন কাজ করতে যাওয়াটাই ওই কর্মীর দোষের ছিল। এ সব করে তাকে কাজের প্রতি নিরুৎসাহিত করা আর কি! সমাজে এমন এক শ্রেনির মানুষ রয়েছে- যারা ভালো কাজতো দূরে থাক, নিজেরা কোন কাজই করবে না। অথচ অন্যের করা যথেষ্ট পরিমানের ভালো কাজেও দোষ বা খুঁত বা ভুল খুঁজবে। যেন কেউ বা কোন দপ্তর তাকে ওই দায়িত্বই দিয়েছে। আসলে তাদের কোন কাজ না থাকায়, তারা অন্তত: ওসব করে বেড়ায়। অর্থাৎ ‘নাই কাজ তো থই ভাজ’। যারা কাজের লোক, তাদের ওসব করার সময়ই বা কই? একদিকে কাজের চাপে তারা যেমন দম ফেলার একটু সময় পায় না, অপর দিকে অনিচ্ছাকৃত সামান্য ভুল থেকেও তারা তেমন রেহায় পাই না। সব মিলিয়ে এই দাঁড়ালো যে, কোন সুনামের কাজেই দুর্নাম বেশি হয়\ (লেখক-মানবাধিকার কর্মী, সাংবাদিক, ফিচার ও কলাম লেখক)

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট