কামরুল হাসান
সেই আদি অনাদি কাল হতে
দেহ ত্বত্তে¡র নিগুঢ় তথ্য মতে,
নাগিনী বেশে তুমি সংগমের আশে
ছলনায় জড়ায়ে রলে আমারই পাশে\
মোহের আবেশে আবেগের বন্ধনে ফেলে
দংশনের বিষে সারা দেহ নীলে,
দুমড়ে মুচড়ে কাম রস যত
নিংড়ে নিলে নিজের ইচ্ছে মত\
গলা কাটা মুরগীর ন্যায় আমি
কতই না কষ্ট জানে অন্তর্যামী,
তবুও তোমার মনে ধরেনা ক্রন্দন
বিরতিহীন ভাবে করে চলেছ দংশন\