কামরুল হাসান
তুমি যদি পাশে থাক
মরুর বুকেও ফুটবে ফুল,
মরা নদীতেও ডাকবে বান
এতে কোন নাই ভুল\
অনুর্বর জমিও হবে উর্বর
এ বিশ্বাস আছে নিজের উপর,
তুমি আর আমি এক হলে
খরাতেও সোনার ফসল ফলে\
হবে সুখ যশ আর প্রতিপত্তি
যদি না তোমার থাকে আপত্তি,
বইবে চির শান্তির সুবাতাস,
আছে আমার পূর্ণ বিশ্বাস।