নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নির্দেশ টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়ের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অবস্থান নেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পুত্রবধু ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথির দেশে আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে। তারা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একনজর দেখার জন্য অধির আগ্রহে ছিলেন। অবশেষে তার দেখা পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দের কোন কমতি ছিল না। দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে।
এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এলিভেটেড এক্সপ্রেস থেকে লা- মিরিডিয়ান পর্যন্ত থানা ও ওয়ার্ডের নেতাকর্মীর জাতীয় ও দলীয় পতাকা হাতে দেখা যায়।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন।