জামালপুর প্রতিনিধি
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকার হরিণের কস্তুরীসহ আঃ মতিন (৩৫)কে গ্রেপ্তার করেছে।
সে কুড়িগ্রাম জেলার রমনা নতুন ব্যাপারীপাড়া আবুল কাশেমের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান।
জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় ৫ মে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযানে বাঘারচর বিওপির সীমান্ত পিলার ১০৭৪/৯-টির দক্ষিণ মাখনেরচর হতে ভারতীয় হরিণের ২৫৪ গ্রাম ওজনের ৬ পিস কস্তুরী, ৮পিস বিভিন্ন প্রকার প্রসাধনী, ২৮ পিস ওধুষ, চার্জারসহ ১টি মোবাইল এবং অন্যান্য ইলেক্টিক সামগ্রী উদ্ধার করা হয়।