কামরুল হাসান
হায়রে নিঃঠুর প্রেম!
বাঁচতে বুঝি দিলনা আমায়,
কত যে ভালোবাসি
কি করে বুঝাবো তোমায়?
আমি চাই দিতে তোমায় বকুলের মালা
তুমি মোরে দাও শুধু কষ্টের জ¦ালা,
মন নিয়ে বিনিময়ে দিলে তুমি দুঃখের দহন
এত কষ্ট কেমনে বল করিব বহন\
মজনুর লাগি লাইলী যেমন ফরহাদের জন্য শিরি
আইউবের প্রিয় রহিমা বিবি ইউসুফের তরে জুলেখা,
রোমিও ফর জুলিয়েট ভ্যালেন্টাইন ডে ইজ ফ্রি
জীবনানন্দের বনলতা সেন আর মাইকেলের রেবেকা\
রবির যেমন লাবণ্য ছিল দেবদাসের ভাই পারু,
নজরুলের ইরানী নার্গিস ফুল শরতের তেমন চারু\
চÐিদাসের রজকিনী ভাই জন জনাথনের মারি,
বিশ^জিতের মন্দাকিনী আর আমার তেমন পারি