জামালপুর প্রতিনিধি
প্রধান উপদেষ্ঠার কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না বলেছেন, একটি ভঙ্গুর অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনেছে অন্তবর্তীকালীন সরকার। একটি নৌকায় যারা উঠতে পারে নাই তারা দূর থেকে বলেছে নৌকা ডুবে যাবে।
শনিবার দুপুরে জামালপুরের বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত সরকারের ৮শ মিলিয়ন ডলার ঋণ ছিল। যা গত সরকার পরিশোধ করেনি। যা এই সরকার শোধ করে দিয়েছে। এবং কারো কাছে দু টাকা পাওনা নেই।
জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, সাবেক সচিব একেএম এহসানুল হক, বিআরটিসি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর অনুপম সাহা প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২টি বাস সার্ভিস মেলান্দহ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছেন।