রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে ডোমারে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।
শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার ১লা মে সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ডোমার উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক বিশাল মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারন সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুল ইসলাম ও সম্পাদক লোকমান হোসেন লাভলু মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক পদক্ষিণ করে রেলগেট মোড়ে শ্রমিক সমাবেশে মিলিত হয়। শ্রমিক সমাবেশ থেকে বক্তারা শ্রমিকদের ন্যায্য মুজুরী নিস্চিত, স্রমিক ছাটাই বন্ধ ও তাদের নিরাপত্তার দাবী জানান। শ্রমিক দল ছাড়াও শ্রমিক ফেডারেশন,দোকান কর্মচারী স্রমিক ইউনিয়ন, অটো চালক সমিতি,কুলি শ্রমিক, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন,চালক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন,ট্রাক্টর চালক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন বাদ্যযন্ত্র নিয়ে র্যালি বের করে।শ্রমিক নেতা মাসুম বলেন, কথায় কথায় শ্রমিক ছাটাই ও স্রমিকদের নায্য দাবী মানতে হবে। তাছাড়া শ্রমিকদের নিরাপত্তারও দাবী করেন তিনি।