কামরুল হাসান
ভুল সূত্রে অঙ্ক কষে
ফলাফলের কোটা এখন শূণ্য
দেখলাম আমি বছর শেষে
সবার কাছে ভাই ঘিণ্য\
ছিড়ে ফেলতে চাই যতই
ভুলে ভরা ওই খাতা,
মনে পড়ে আরও ততই
চোখে ভাসে স্মৃতির পাতা\
মিনতি করি তোমার কাছে
মিথ্যে অপবাদ আর কলঙ্ক
দিওনা আর আমায় তুমি
শুধরাতে ব্যস্ত এই জীবনাঙ্ক\