কামরুল হাসান
কত বার যে বলেছ আমায়
তুমি মোর আপন জন হও,
অথচ আজ পর হলাম আমি
এই তুমি আর সেই তুমি নও\
কেন ভালোবাসার সাধ জাগালে ?
আমার এ সরল মনে!
কেন ব্যথার কষ্টে জড়ালে?
প্রেম করে মোর সনে\
ভালোই যদি না বাসবে
তবে ভালোবাসি বললে কেন?
জানতাম কি তুমি হাসবে
আর তামাশা দেখে চললে যেন\
বিয়ে ভাঙ্গার ছল করে
কি গালিই না দিয়েছ আমায়,
বেসামাল করেছ হুমকির ঝড়ে
কি দারুন ভালোবেসেছি তোমায়\
নিশি দিন কেটে যায়
সে কথা ভাবিতে,
পাওয়ার আশায় নয়
ভালোবাসার দাবিতে\