1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বাংলাদেশ প্রেস ক্লাব এর উদ্যোগে মে দিবস উপলক্ষে র‍্যালি ও বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ ডোমারে ফুলে সাজানো রিকশায় প্রধান শিক্ষকের বিদায় ৫৮ হাজার নকল ব্যান্ডরোলসহ দুই কর্মকর্তাকে গ্রেপ্তার নওগাঁয় অভিযোগ দিতে গিয়ে থানা হাজতে দুই ভুক্তভোগী!অপরদিকে মান্দায় একই ঘটনা  ইসলামে শ্রমিকদের অধিকার ও মে দিবসের ভাবনা। জামালপুরে নাশকতা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার ২শ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার জামালপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ভোক্তা অধিকারের গুরুত্ব। ফিলিস্তিন জনগণের পাশে থাকা ঈমানি দায়িত্ব’ -: পীর সাহেব লালকুঠি পাক দরবার শরীফ

বিক্রিত জমির পুন: মালিকানার দাবিতে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের তিতপল্লা মৌজার বিক্রিত জমির পুন: মালিকানার দাবিতে রেকর্ড সংশোধনের নিমিত্তে মামলা করেছে পূর্ববর্তী মালিকের ওয়ারিশগণ।
মামলা সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের তিতপল্লা মৌজাধীন সিএস খতিয়ান নং ২০২, সিএস দাগ নং ৫০২, আরওআর খতিয়ান নং ৪৭, আরওআর দাগ নং ৫০২ এবং বিআরএস খতিয়ান নং ৩৬৭ ও বিআরএস দাগ নং ১৩২২ এর মধ্যে মোট ০৭ শতাংশ জমির মালিকানার দাবিতে মোছাঃ বাছিরন বেগম, পিতা মৃত আব্দুল বারেক গং সাং তিতপল্লা পশ্চিম পাড়া বিগত ১১-০৯-২০২৪ তারিখে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত সদর, জামালপুরে মোঃ মঞ্জুরুল হক, পিতা মৃত ইব্রাহীম সরকার গং, সাং তিতপল্লা পশ্চিম পাড়া এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বিবরনে জানা যায়, দাবীকৃত জমিসহ অপরাপর জমির সিএস ২০২ নং খতিয়ানের মোট ৬.২৬ একর জমির ৬\ (সাড়ে ছয়) আনা হিস্যার মালিক বদি সেখ। বদি সেখ মৃত্যুর পর তিন পুত্র ছাদেক আলী, সেকান্দর আলী ও ইঞ্জর সেখ ওয়ারিশ হন। ছাদেক আলীর মৃত্যুর পর স্ত্রী জামিরন নেছা চার পুত্র আব্দুল বারেক, মিয়ার উদ্দিন, আব্দুস ছোবহান ও ময়েজ উদ্দিন আর দুই কন্যা জয়গুন নেছা ও রেজিয়া খাতুন বিবি ওয়ারিশ হন। চাষাবাদের সুবিধার জন্য নালিশী জমিসহ অপরাপর জমির সিএস মালিকের ওয়ারিশগনের মধ্যে ঘরোয়া বন্টনে নালিশী ০৭ শতাংশ জমি আব্দুল বারেকের ছাহামে পড়ে। যার চৌহদ্দি- বিআরএস ৩৬৭ নং খতিয়ানভুক্ত বিআরএস ১৩২২ নং দাগে জমির পরিমান ০৭ শতাংশের উত্তরে- রাস্তা, দক্ষিনে- কামাল ও গোলাম মোস্তফা, পশ্চিমে-ছফর আলী এবং পূর্বে- আঃ জলিল।
অতঃপর ভোগদখল করে আসতে থাকাকালীন আরওআর জরিপ আগত হলে উক্ত নালিশী জমি আব্দুল বারেকের নামে শুদ্ধভাবে রেকর্ড লিপিবদ্ধ হয়। পরে আব্দুল বারেকের মৃত্যুর পর এক পুত্র মিজানুর রহমান, দুই কন্যা বাছিরন ও মৌসুমী এবং স্ত্রী মেহেরুন বেওয়া জীবিত থাকেন। অতঃপর বিআরএস জরিপে আরওআর ৫০২ নং দাগটি বিআরএস ১৩২২ নং দাগে রূপান্তরিত হয়ে বিআরএস ৩৬৭ নং খতিয়ানভুক্ত হয়ে ভুল বশতঃ বিবাদীগনের পূর্ববর্তীমালিকের নামে রেকর্ডভুক্ত হয়েছে। তাই বাদীপক্ষ রেকর্ড সংশোধনের নিমিত্তে এ মামলা দায়ের করেন।
অপর দিকে বিবাদী পক্ষের সহি মহরী নকলের ক্রমিক নং ১৬০৭৮, তারিখ ১৭-১২-২৪ থেকে জানা যায়, গ্রহীতা- মোঃ খাদেম আলী সেখ, পিতা মোঃ সদর আলী সেখ, সাং তিতপল্লা, পরগনা জাফরশাহী ষ্টেশন, সাব রেজিষ্ট্রারী জামালপুর, জিলা ময়মনসিংহ। দাতা- মোঃ ছেকান্দর আলী সেখ, পিতা মৃত বদি সেখ। সাং তিতপল্লা, পরগনা জাফরশাহী ষ্টেশন, সাব রেজিষ্ট্রারী জামালপুর, জিলা ময়মনসিংহ। দলিল সম্পাদানের তারিখ ১৩-১০-৬৯ ইং। তিতপল্লা মৌজার মধ্যে ৬২৩৫/৬১৩৬/৬১৩৭ নং তৌজির (জেএল নং ৩১০) ৪৭/৪৯/৭০/৭১ নং মালিক খতিয়ানের মালিক গভর্ণমেন্ট একুয়ার্ড এষ্টেট পক্ষে প্রজার ২০২ নং খতিয়ানে ৮.৫৮ শতাংশ জমির .০৪ শতাংশ জমি। পর্চার ৫০৩ নং দাগ উত্তরে ৫০১ নং হালট টান হতে ০৪ শতাংশ।
আবার সহি মহরী নকলের ক্রমিক নং ১২৪৫৩, তারিখ ২২-১-২৪ থেকে জানা যায়, গ্রহীতা- মোঃ হাছেন আলী সরকার, পিতা মৃত আব্দুর রহমান মন্ডল, সাং তিতপল্লা, পরগনা জাফরশাহী ষ্টেশন, সাব রেজিষ্ট্রারী জামালপুর, জিলা ময়মনসিংহ। দাতা- (১) মুছাঃ জমিরন নেছা বেওয়া, জওজে মৃত ছাদেক আলী সেখ (২) মুছাঃ জয়গুন নেছা বিবি জওজে মোঃ হাবেজ সেখ (৩) মুছাঃ রেজিয়া খাতুন জওজে রমজান আলী সেখ ও (৪) আব্দুল বারেক পিতা মৃত ছাদেক আলী সেখ এছাড়া নাবালক মোঃ মিয়ার উদ্দিন, মোঃ মফেজ সেখ ও মোঃ আব্দুছ ছোবহান পিতা মৃত ছাদেক আলী সেখ। নাবালকগনের পক্ষে স্বার্থবিহীন গার্ডিয়ান গর্ভধারীনী দাতা মুছাঃ জমিরন নেছা বেওয়া, জওজে মৃত ছাদেক আলী সেখ। দলিল সম্পাদানের তারিখ ২৬-৬-৭৪ ইং। তিতপল্লা মৌজার মধ্যে ৬২৩৫/৬১৩৬/৬১৩৭ নং তৌজির (জেএল নং ৩১০) ২০২ নং খতিয়ান ভুক্ত .০৪ শতাংশ জমি। পর্চার ৫০২ নং দাগ উত্তরে ৫০১ নং হালট টান ০৭ শতাংশ। পচার ৪৭৫ নং দাগ উত্তরে ৪৭৯ ছকু মন্ডল টান .৫৮ শতাংশ। পর্চার ৪৬৩ নং দাগ উত্তরে ৩৬৪ নং বোচা সেখ টান .৬৩ শতাংশ। পর্চার ১০৪৩ নং দাগ উত্তরে ১০৪২ নং বদি সেখ টান .১৯ শতাংশ একুনে ১.৪৭ শতাংশ কাতে .০৪ শতাংশ জমি।
উল্লেখিত সহি মহরী নকলদ্বয় থেকে বুঝা যায় যে, বাদীপক্ষ মামলায় যে তফসিলভুক্ত জমির উল্লেখ করেছেন তা তাদের পূর্ববর্তী মালিকগণ অনেক আগেই অন্যত্র হস্তান্তর করেছেন। পক্ষান্তরে একদা ওই জমি বিবাদী পক্ষের পূর্ববর্তী মালিকের নামে হস্তান্তরিত হয়েছে। এ বিষয়ে বিবাদীপক্ষ বিজ্ঞ আদালত ও প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট